উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে তৃণমূলের টোটো ইউনিয়নের মিটিং

তৃণমূল সমর্থিত শহর ও ব্লক টোট চালকদের নিয়ে তৈরি সংগঠনের এক মিটিং হয়ে গেল বৃহস্পতিবার। এদিন দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকৈইল এলাকায় অবস্থিত কৃষান মান্ডিতে এই সভার আয়োজন করা হয়। এদিনের সভায় আনুমানিক শহর ও ব্লকের ৫ শতাধিক টোট চালকরা অংশ গ্রহণ করে,। এদিনের সভায় উপস্থিত ছিলেন শহরের টোট চালক সংগঠনের সহ-সভাপতি সুব্রত মোদক ও ব্লকের সভাপতি হায়দার আলী, এবং শহর সম্পাদক সুকান্ত পাল ও ব্লক সম্পাদক উত্তর দেব প্রমুখ। এদিন টোট চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বেশ কিছু টোট নাম্বার ছাড়ায় শহরে ও ব্লকে দাপিয়ে বেড়াছে। এমন সমস্যা সহ টোটো চালকদের ক্ষতি, ট্রাফিক নিময় মেনে চলা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এই বিষয়ে সহ- সভাপতি সুব্রত মোদক বলেন, কালিয়াগঞ্জে যে পরিমানে সরকারি টোটো আছে তার থেকে বেশি পরিনামে টোটো বিনা নাম্বারে চলছে এই কারনে সাধারণ মানুষজনকে অসুবিধার মুখে পড়তে হচ্ছে। তাই তারা চান টোটো ট্রাফিক নিয়ম কানুন ঠিক মতো মেনে চলুক। আর এর জন্যই তারা এদিনের এই মিটিং করছেন বলে জানান।